পাণ্ডবেশ্বর নিজস্ব সংবাদ :পাণ্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় গাঁজা সেবনকারীদের সংখ্যা বাড়ছিল ইদানিং। পাশাপাশি এলাকায় বাড়ছিল অপরাধমূলক কার্যকলাপ। নানা অভিযোগ জমা পড়ছিল থানায়। এরপরই তৎপর হয় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ এবিপিট এলাকায় অভিযান চালায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও পাণ্ডবেশ্বর থানার পুলিশের যৌথ অভিযান চালায়। অভিযানে পাণ্ডবেশ্বরের এবিপিট এলাকা থেকে ৪০ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। যে দুই ব্যক্তির কাছ থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় তাদেরও গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম কমল সরকার ও বাপি দাস। এরা পাণ্ডবেশ্বরের জামাই পাড়া এলাকার বাসিন্দা। ধৃত ব্যক্তিদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার আদালতে তোলা হয়।
অন্যদিকে পুলিশি এই তৎপরতায় কিছুটা হলেও এলাকায় অসামাজিকমূলক কাজকর্ম করবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।