স্থায়ী সেতুর দাবিতে সোমবার দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির তরফে বিক্ষোভ  ASANSOL EXPRESS NEWS

আসানসোল সংবাদ :পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার দামোদর নদীর ওপর দিয়ে পারাপারের জন্য প্রয়োজন সেতুর । স্থায়ী সেতুর দাবিতে সোমবার দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলে প্রায় এক ঘন্টা। সম্প্রতি আশেপাশের গ্রামবাসীরা মিলে দামোদর বিহারীনাথ সেতুবন্ধন কমিটির উদ্যোগে পাকা সেতুর দাবি জানানো হয়েছে বারংবার, কিন্তু টা এখনো সম্ভব হয়ে ওঠেনি।

 

এমনকি পাকা সেতুর দাবিতে বিক্ষোভ প্রদর্শনও করা অনেকবার।বর্তমান সময়ে অস্থায়ী সেতুর ওপর দুই জেলার বহু মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। এছাড়া সেতু পেরোলেই আছে পর্যটনকেন্দ্র বিহারীনাথ তাই সেটাতেও যাওয়া আসা হবে সঠিকভাবে এই সেতুর জন্য কংগ্রেস সরকারের আমলে 2005 সালে তৎকালীন মন্ত্রী রামবিলাস পাসোয়ান এর উদ্যোগে এই সেতুর নির্মাণের জন্য করা হয় তবে টাকা এল সেই ব্রিজ কিন্তু তৈরি হয়ে ওঠেনি তারপরও দেখতে দেখতে 15 থেকে 16 বছর কেটে যায় মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে পাশের বানানো ব্রিজ দিয়ে পারাপার করে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে বর্ষাকালে সেতু ভেঙেও যায় তবে এবারের উদ্যোগ নিয়েছে এলাকার বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী মলয় ঘটক এই বিষয় কে নিয়ে সরব হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!