আবাসনে জল না পাওয়ায় আবাসনের বাসিন্দারা অন্য ফ্ল্যাটের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখানASANSOL EXPRESS NEWS

আসানসোল এক্সপ্রেস সংবাদ: আসানসোল কর্পোরেশন এর ৯৬ নম্বর ওয়ার্ডের গোকুলধাম আবাসনের আবাসিকের জলের দাবিতে বিক্ষোভ দেখান ।আবাসনের বিরুদ্ধে আবাসিকদের দাবি ২০১৭ সালে তারা এই গোকুলধাম আবাসন কিনে ছিলাম এবং জলের জন্য ৭৫ থেকে ১ লক্ষ্য টাকাও দিয়েছ তা সত্ত্বেও তারা সঠিকভাবে জল পাচ্ছেনা ।তারা বিল্ডার আনন্দ বাবুকে বারবার জানিয়েছে কিন্তু কোনো ফল হয়নি ।তারা মেয়র এবং অন্যান্য প্রশাসন জানিও কোন ফল না হয় আজ অবশেষে ওই মালিকের অন্য ফ্ল্যাটের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। এরপর যদি না হয় তারা অন্য আন্দোলনে নামবে কারণ তাদেরকে আবাসনের জন্য জলের জন্য বাইরে থেকে ট্যাংকের জল কিনে বাড়ির জলের সমস্যা মিটাতে হচ্ছে।

ফ্ল্যাটের প্রোমোটার আনন্দ বাবু বলেন অতিরিক্ত গরম পড়ায় এবার সমস্যায় পড়তে হয়েছে কিন্তু এর আগে কোনদিন জলের সমস্যা হয়নি এবার অতিরিক্ত গরম পড়ে বোরিং ও কুয়োর জল শুকিয়ে গেছে তার জন্যই এবার জলের সমস্যা সম্মুখীন হতে হয়েছে। আর পৌরসভা থেকে জল দেয় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার মত জল দেন। ফ্ল্যাটের বাসিন্দা অনুযায়ী জলের চাহিদা বেশি বলে জল ঠিকমতো পাচ্ছে না। আমরা চেষ্টা করব পৌরসভাকে জলের টাইম কিছুটা বেশি করার জন্য। আপলোডের বাসিন্দারাও চেষ্টা করছেন ।আমার যতটুকু করার আমি সহযোগিতা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!