সালানপুর থানার পরিচালনায় উৎসর্গ’নামে স্বেচ্ছায় রক্তদান শিবির ASANSOL EXPRRSS NEWS

ASANSOL EXPRESS সালানপুর কাজল মিত্র :- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অন্যতম প্রকল্প ‘ উৎসর্গ’স্বেচ্ছায় রক্তদান শিবির, এর সূচনা সারা রাজ্য ব্যাপী চলছে সেইমত আসানসোল দুর্গাপুর পুলিশ এর সালানপুর থানার পরিচালনায় ও উজ্জীবন রক্তদাতা কমিটির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রূপনারায়নপুর ফাঁড়ি এলাকার এক বেসরকারি ভবনে , এদিন এই রক্তদান অনুষ্ঠানের শুভ সূচনা করেন আসানসোল দুর্গাপুর পুলিশ পশ্চিম সুকান্ত ব্যানার্জি , সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি , রূপনারায়নপুর পঞ্চায়েত প্রধান রানু রায়, উপপ্রধান সন্তোষ চৌধুরী আসানসোল ব্লাড ব্যাঙ্ক এর ডক্টর সঞ্জিত চ্যাটার্জি , সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি,রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ রাহুল দেব মন্ডল ,
জেলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,
সমাজসেবী ভোলা সিং , রূপনারায়নপুর পুলিশ রঞ্জিত সরকার,সমাজসেবী সত্যব্রত দাস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা ।
এদিন রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ রঞ্জিত সরকার সহ
সমস্ত পুলিশ কর্মী ও সিভিক ভলেনটিয়ার কর্মী সহ বহু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জীবন স্বেচ্ছায় রক্তদান কমিটি। এদিন শিবিরে মোট ৭০ জন রক্তযোদ্ধা রক্ত দান করেন । দুর্গাপুর পুলিশ পশ্চিম সুকান্ত ব্যানার্জি মহাশয় সকল রক্তযোদ্ধা কে অজস্র ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি সকলের সুস্থতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!