ASANSOL EXPRESS রানীগঞ্জ সংবাদ :রানীগঞ্জ বক্তারনগর ঘোষাল পাড়ার শতাব্দী প্রাচীন ধর্মরাজ পুজো আজ থেকে শুরু হল। বক্তার নগর ধর্মরাজ পুজতে উপস্থিত হন পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি বিধান উপপ্যাধায় ,সেখানে তিনি পুজো অর্চনা করেন এবং ভক্তদের সঙ্গে দেখা করেন। এই পুজো উপলক্ষে ছোট মেলাও বসে। এই ধর্মরাজ পুজতে এই গ্রামে দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন এবং পুজো অর্চনা করেন। গাজন দেখতে দূরদূরান্ত থেকে মানুষের সমাগম চোখে দেখার মত । উপস্থিত ছিলেন মান্নালাল ব্যানার্জী ,অভিতাভ ঘোষাল ,অচিন্ত ঘোষাল নির্মল পাল কৈলাস খাঁ ,আশিস ঘোষাল সহ গ্রামবাসীরা।
বক্তারনগর শতাব্দী প্রাচীন ধর্মরাজ পুজতে উপস্থিত জেলা সভাপতি বিধান উপপাধ্যায় ASANSOL EXPRESS NEWS
