আসানসোল এক্সপ্রেস ।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে রক্ত সংকট দূর করতে পুলিশকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন ।সেই আহবানে সাড়া দিয়ে সোমবার সসালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এখানে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীর” উৎসর্গ” প্রকল্পের মধ্যে দিয়ে এই রক্তদান শিবিরে ৬৩ জন রক্ত দান করেন ।প্রথম রক্তদাতা হিসেবে ছিলেন ওই পুলিশ ফাঁড়ির সহকারি সাব-ইন্সপেক্টর রনজিত সরকার। প্রচুর সংখ্যক মহিলা ও পুরুষ সিপিভিএফ কর্মীরাও রক্ত দেয়।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার সুকান্ত বন্দ্যোপাধ্যায়,সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত হাটি, রুপনারায়নপুর পুলিশ ফাঁড়ির ওসি রাহুল মণ্ডল, জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত মহ আরমান,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি এবং তৃণমূলের ব্লক সাধারন সম্পাদক বিজয় সিং সহ অন্যরা।
এখানে উপস্থিত জেলা ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ইনচার্জ চিকিৎসক সঞ্জীত চট্টোপাধ্যায় বলেন আসানসোল পুলিশ কমিশনার এলাকায় আজ থেকেই শুরু হয়ে গেল পুলিশের উদ্যোগে রক্তদান। আগামী এক সপ্তাহের এরকম বিভিন্ন থানায় দশটি রক্তদান শিবির হবে। তিনি বলেন আমাদের জেলা হাসপাতালে বছরে প্রায় ১৭ হাজার ইউনিট রক্ত লাগে। এর মধ্যে স্বেচ্ছায় রক্তদান থেকে ১৪ হাজার ইউনিট আসে। সবচেয়ে বড়কথা ঝাড়খন্ড এর ৬০ জন সহ প্রায় ৩৫০ থালাসেমিয়া রোগীকে জেলা হাসপাতাল থেকে নিয়মিত রক্তদান করা হয়। বিশিষ্ট সাংবাদিক এবং সমাজকর্মী বিশ্বদেব ভট্টাচার্য অথিতি হিসেবে ওই অনুষ্ঠানে তার বক্তব্য রাখতে গিয়ে রক্তের সংকট এবং জেলায় রক্তের যোগান কিভাবে গত এক দশক ধরে বেড়েছে তার উল্লেখ করেন এবং সেক্ষেত্রে রক্তদানে পুলিশকর্মীদের ভূমিকার প্রশংসা করেন। পুলিশের এই বিপুল পরিমান রক্ত দানে গরমের সময় রক্তের সংকট থাকবে না বলে মনে হয়।
সসালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এখানে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ASANSOL EXPRESS NEWS
