অভিনব ১০ মিটার জুনিয়র এয়ার রাইফেল প্রতিযোগিতায় অভিনব রুপোর পদক পেয়ে শুধু দেশের নয় পশ্চিমবঙ্গের নয় আসানসোলের নাম উজ্জ্বল করেছে

ASANSOL EXPRESS NEWS আসাসনোল সংবাদ: মঙ্গলবার, আসানসোল রেলওয়ে স্টেশনে অভিনব সাউকে উষ্ণ অভ্যর্থনা জানাতে আসানসোল রাইফেল ক্লাব। জার্মানি থেকে রৌপ্য পদক জয়ের উদযাপনে, আসানসোলের বাসিন্দাদের সাথে রাইফেল অ্যাসোসিয়েশন অভিনবকে ফুলের মালা দিয়ে ভারতের পতাকা উড়িয়ে অভিনবকে একটি দুর্দান্ত স্বাগত জানায়। তিনি রাজধানী দিল্লি হাওড়া এক্সপ্রেস থেকে নামেন। রাইফেল অ্যাসোসিয়েশনের তরফে সদস্যরা অভিনন্দন জানাতে আসানসোল স্টেশনে। বি কে ঢাল বলেন যে অভিনব 10 মিটার জুনিয়র এয়ার রাইফেল প্রতিযোগিতায় রৌপ্য পদক পেয়েছে, এটা আমাদের দেশের জন্যও অত্যন্ত গর্বের বিষয় ।পশ্চিমবঙ্গ এবং আসানসোলের ১৪ বছর বয়সে যে কীর্তি করেছে তা গোটা দেশকে গর্বিত করেছে, আজ আমরা এখানে তাকে স্বাগত জানাতে এসেছি ।অভিনব একটা ইতিহাস তৈরি করেছেন, ISF জুনিয়র বিশ্বকাপ জার্মানিতে একটি প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতায় অভিনব রুপোর পদক পেয়ে শুধু দেশের নয় পশ্চিমবঙ্গের নয় আসানসোলের নাম উজ্জ্বল করেছে সে।মঙ্গলবার বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন এবং আসানসোলের মানুষ আসানসোল রেল স্টেশনে ঢাক-ঢোল নিয়ে নাচের সঙ্গে তাঁকে স্বাগত জানাতে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!