ASANSOL EXPRESS NEWS: মঙ্গলবার বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের রূপনারায়নপুর হিন্দুস্থান কেবেলস ডাবর মোড় হইতে কেসিয়া মোড় পর্যন্ত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আর্থিক অনুকূল্যে ৫৬ লক্ষ ৬৬ হাজার টাকার ব্যয়ে পিচ রোডের রাস্তাটির মেরামত ও সংস্কার কার্য্যের শুভ ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে রানীগঞ্জের বিধায়ক ও চেয়ারম্যান (এ ডি ডি এ) শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার বিধায়ক, আসানসোল পৌর নিগমের মহানাগরিক শ্রী বিধান উপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহ: আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির ফাল্গুনী কর্মকার, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, ভোলা সিং সহ সকল পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান।
রূপনারায়ণপুর রাস্তা সংস্কার করতে ৫৬ লক্ষ ৬৬ হাজার টাকার ব্যয়ে পিচ রোডের ভিত্তিপ্রস্তর
