কল্যাণ মন্ডল পাণ্ডবেশ্বর :পাণ্ডবেশ্বর ব্লকে অনুষ্ঠিত হল কৃষক রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান ।বাংলার মানুষের প্রতি কৃষক সমাজের অবদানের স্বীকৃতিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই কৃষকরত্ন সম্মান প্রদান অনুষ্ঠান।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের ‘উন্নয়নের পথে এগারো বছর’ পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ব্লকে পালন করা হচ্ছে।তাই মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লকে পালিত হল কৃষকরত্ন সম্মান প্রদান অনুষ্ঠান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী,পাণ্ডবেশ্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস,পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি, কিরীটি মুখার্জি সহ অন্যান্য ব্যাক্তিবর্গ ।মূলত বর্তমান রাজ্য সরকারের এগারো বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে ৫ মে হইতে ২০মে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ।আজ মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লকের কোন্দা গ্রামের বাসিন্দা মঙ্গল বাগদিকে পাণ্ডবেশ্বরের কৃষিকাজে সার্বিকভাবে সাফল্য লাভের জন্য তাঁকে “কৃষক রত্ন” সম্মানে পুরস্কৃত করা হল ।এবং তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে দশ হাজার টাকা চেকের মাধ্যমে উত্সাহ অনুদান দেওয়া হয় । এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এ কৃষক রত্ন সম্মান প্রদান পাণ্ডবেশ্বরের মানুষকে কৃষিকাজে আরও উদ্বুদ্ধ করবে।এই কয়লাঞ্চল শুধু কয়লার প্রতি নির্ভর থাকবে না ,তিনি পাণ্ডবেশ্বরের মানুষ আগামী দিনে কৃষিকাজে প্রথম স্থান অধিকার করবে।তাই আমি চাই পাণ্ডবেশ্বরের মানুষ কৃষিকাজে উদ্বুদ্ধ হয়ে কৃষিকাজে এগিয়ে আসুক ।