ASANSOL EXPRESS NEWS জামুড়িয়া :জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির আসানসোল পৌরনিগমের ১২ নো ওয়ার্ডের নাজিরপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো সাফদর আনসারী উর্ফে বাবন। জানাগেছে দাদাভাইয়ের পারিবারিক বিবাদের কেন্দ্র করে চালানোর ঘটনা ঘটল আসানসোলের জামুরিয়া থানার শ্রীপুরে।
তাকে আসানসোল জেলা হাসপাতলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাড়ির লোকের অভিযোগ ছটো ভাই শেখ বাবন আনসারী কে সেজো ভাই শেখ হায়দার আনসারী গুলি করেছে বলে অভিযোগ বাড়ির লোকের। ঘটনার পর অভিযুক্ত শেখ হায়দার আনসারী পলাতক। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।।ঘটনার তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ.