মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতি রোমন্থনে বৃদ্ধাশ্রম এর আবাসিকদের সাথে সময় কাটালেন বিধায়ক

 

পাণ্ডবেশ্বর কল্যাণ মন্ডল : বুধবার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এর । বাড়িতে বাৎসরিক অনুষ্ঠানের পর তিনি এদিন সময় কাটান খান্দরা বৃদ্ধাশ্রম এর আবাসিকদের সাথে ।
পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । বুধবার ছিল বিধায়কের প্রয়াত মায়ের বাৎসরিক । ১৯৯৮ সালের এই দিনে প্রয়াত হন নরেন্দ্রনাথ বাবুর মা বাসন্তী দেবী । তখন থেকে প্রতিবছরই এইদিন বাড়িতে হয় বিধি মেনে বাৎসরিক অনুষ্ঠান । এবারও যার ব্যতিক্রম হয়নি । হাজার ব্যস্ততার মাঝেও এদিন তিনি বাড়িতে বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে তিনি পৌঁছানোর খান্দরায় উদবর্তন বৃদ্ধাশ্রমে । আবাসিকদের সাথে কাটানো দীর্ঘসময় । এদিন নরেন্দ্রনাথ বাবুর উদ্যোগে আবাসিকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় । সেই সাথে আবাসিকদের প্রত্যেকের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয় ।। নরেন্দ্রনাথ বাবু জানান বৃদ্ধা আশ্রমে যারা রয়েছেন তারা মা, বাবার সমতুল্য । তাদের সাথে সময় কাটাতে পারাটা ভাগ্যের ব্যাপার বলে জানান তিনি । পাশাপাশি আবাসিকদের তিনি প্রতিশ্রুতি দেন যখনই সময় পাবেন তিনি আসবেন আশ্রমে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!