জামাইয়ের হাতে শাশুড়ি খুন
বীরভূম বোলপুর ১৮ মে ঃ মদ্যপ জামাইয়ের হাতে খুন শাশুড়ি। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার মড্ডা গ্রামে। মৃত শাশুড়ির নাম মাফুজা বিবি (৬০)।
জানা গিয়েছে, দেড় দশক আগে একমাত্র মেয়ে রুবির বিয়ে হয় ময়ূরেশ্বরের কাসেম শেখের সঙ্গে। মাফুজার স্বামী মারা যাওয়ার পর থেকে ঘর জামাই হিসাবে থাকতেন কাসেম। তাদের দুই ছেলেমেয়ে। অভিযোগ প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত কাসেম। কোন কাজ করত না। বাধ্য হয়ে মাস তিনেক আগে আইনত বিবাহ বিচ্ছেদ করেন রুবি বিবি। এরপরেই মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় নানুরের মড্ডা গ্রামে শ্বশুর বাড়িতে ঢোকে কাসেম। হাতে ছিল ধারালো অস্ত্র। ঘরে ঢুকে প্রথমে স্ত্রীর উপর আক্রমণ করে কাসেম। মা কে বাঁচাতে গিয়ে জখম হয় ১৬ বছরের মেয়ে। এদিকে মেয়ে নাতনির চিৎকার শুনে ছুটে আসেন মাফুজা। সে সময় স্ত্রী মেয়েকে ছেড়ে দিয়ে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে কাসেম। রক্তাক্ত অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। শাশুড়ির মৃত্যু নিশ্চিত করে এলাকা ছেড়ে পালিয়ে যায় কাসেম।
রুবি বিবি বলেন, “রাত সাড়ে ন’টা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়িতে আসে কাসেম। আমি লোহার গেট বন্ধ করতে গেলে আমার হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মেয়েকেও আগাহত করে। সে সময় মা পাশের ঘরে শুয়ে ছিলেন। আমাদের চিৎকার শুনে ছুটে এলে মাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে। বাড়িতেই মায়ের মৃত্যু হয়”।
জামাইয়ের হাতে শাশুড়ি খুন ASANSOL EXPRESS NEWS
