চাপুই এলাকা থেকে দুই চোরকে আটক করেছে নিমচা ফাঁড়ি পুলিশ ASANSOL EXPRESS NEWS

 

ক্রান্তি সিং রানিগঞ্জ:- রানিগঞ্জ থানার নিমচা ফাড়ির অধীনে চাপুইতে অবস্থিত সোলার প্ল্যান্ট প্রকল্প সহ আশেপাশের এলাকায় চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ মঙ্গলবার ধৃত দুই যুবককে আসানসোল জেলা আদালতে হাজির করে এবং তিন দিনের রিমান্ডে নেয়। প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাপুইতে অবস্থিত সোলার প্ল্যান্ট প্রকল্পসহ আশেপাশের এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষ ক্ষুব্ধ। গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে নিমচা ফাড়ির ইনচার্জ বিজন সমাদ্দার ও এএসআই রবিনসন মন্ডলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে।

গ্রেফতারকৃত যুবকদের মধ্যে দুই নম্বর চাপুইর বাসিন্দা শনিচর ভূঁইয়ার ছেলে প্রদীপ ভূঁইয়া ও রাজেন্দ্র ভূঁইয়ার ছেলে অমর ভূঁইয়া রয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই যুবকই চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিষয়টির সম্পূর্ণ তদন্ত করতে এবং উপরোক্ত ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে, পুলিশ গ্রেফতারকৃত দুই যুবককে মঙ্গলবার আসানসোল জেলা আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!