পোস্ট অফিসে নেট ব্যাঙ্কিং মারফত আর্থিক লেনদেনের পরিষেবা চালু ASANSOL EXPRESS NEWS

নিজস্ব সংবাদ :চলতি আর্থিক বছরের বাজেটে নেট ব্যাঙ্কিং মারফত ডাকঘরের অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের সুযোগ মিলবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থমন্ত্রী। সেই মতো এই পরিষেবা পরীক্ষামূলক ভাবে কিছু জায়গায় শুরু হলেও সারাদেশ তা এখনও তা কার্যকর হয়নি। আগামী ৩১ মে এই পরিষেবা দেশের সমস্ত ডাক বিভাগে শুরু হতে চলেছে। সূত্র মারফত জানা গেছে এই মর্মে মঙ্গলবার দেশের বিভিন্ন সার্কেলকে নির্দেশ পাঠিয়েছে দিল্লি ডাক বিভাগের সদর দপ্তর। যাতে বলা হয়েছে ৩১ মে থেকে নেফ্ট এবং আরটিজিএস পরিষেবা পাবেন ডাকঘরের সব গ্রাহকেরা। অর্থাৎ ওই দিন সার্বিকভাবে নেট ব্যাঙ্কিং পরিষেবা চালু হবে। যার জন্য সব ডাকঘরে সমস্ত গ্রাহকের জন্য একটি আইএফএসসি কোড স্থির করা হয়েছে। সেটি সেভিংস সহ বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের পাস বইয়ের প্রথম পাতায় উল্লেখ থাকবে।

এর ফলে ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট থাকলেই গ্রাহক নেট ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে বা সেখান থেকে টাকা নিতে পারবেন। এতোদিন ডাকঘর সেভিংস অ্যাকাউন্টে চালু নেট ব্যাঙ্কিং মারফত নিজের রেকারিং ডিপোজিট বা পিপিএফ অ্যাকাউন্টে টাকা পাঠানো যেত কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লেনদেন করা যেত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!