রানীগঞ্জ পঞ্জাবী মোড়ে বাঁকুড়া বাসে দুই লক্ষ টাকার তামা বাজেয়াপ্ত ASANSOL EXPRESS NEWS

রানীগঞ্জ নিজস্ব সংবাদদাতা :বৃহস্পতিবার রানীগঞ্জের ট্রাফিক ইনচার্জ চিত্তোষ মণ্ডলের নেতৃত্বে রানিগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় যানবাহন চেকিং অভিযান চালানো হয়।এই অভিযান চলাকালীন আসানসোল থেকে বাঁকুড়াগামী একটি বাসে অতিরিক্ত মালপত্র থাকায় চেক করা হয়। ওই বাসটি।তদন্তকালে দেখা যায় বাসে তামা বহন করা হচ্ছে।ওজনে দেখা গেছে মোট 2 কুইন্টাল 15 কেজি তামা পরিবহন করা হচ্ছে যার আনুমানিক মূল্য 2 লাখ টাকার বেশি।

পুলিশ অফিসার বাসের চালক ও কন্ডাক্টরকে এই তামার কথা জিজ্ঞেস করলে, তিনি কিছু বলার মতো অবস্থায় ছিলেন না, তিনি শুধু বলতে পারে আসানসোলের গোধূলি থেকে এই তামাটি কেউ তার বাসে রেখেছিল এবং এটি বাঁকুড়া থেকে কেও এসে নিবেন । তামলি বাঁধে নামানোর কথা ছিল, প্রতিটি লাগেজ চেক করা হয় বাসে উঠে চেক করা অসম্ভব হয়ে উঠে , তাই কে কী নিয়ে যাচ্ছে তা দেখা খুব কঠিন।তবে তিনি এই সামগ্রটি কে বা কারা কি উদ্দশ্যে নিয়ে যাচ্ছিলো তা নিয়ে তদন্ত শুরু করেছে। সমস্ত তামা বাজেয়াপ্ত করে নিয়ে যায় ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!