রাজ্যপাল বিজেপির দালাল, রাজ্য সরকার আচার্য বিষয় নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছ তা সঠিক -কুনাল ঘোষ

নিজস্ব সংবাদদাতা :মহিষাদলঃ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই ধরনের সিদ্ধান্তের প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন রাজ্যপাল রাজভবন কে বিজেপির পার্টি অফিস বানিয়ে বিজেপির দালালি করে চলেছে। রাজ্যপাল বিজেপির দালাল। তাই রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ভেবে চিন্তে নিয়েছে। তিনি একটি রাজনৈতিক দলের এজেন্সি নিয়ে সরকারকে উতপ্ত করার জন্য বসে আছেন। বর্তমান প্রজন্মের কাছে মসৃণ ভাবে কাজ করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৮ মে হলদিয়ার রানীচকে সংহতি ময়দানে শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই শ্রমিক সমাবেশে উপস্থিত থাকবেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার সমর্থনে বৃহস্পতিবার বিকেল্ব মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় উপস্থিত হয়ে এই ধরনের মন্তব্য প্রকাশ করেন কুণাল ঘোষ।কুণাল ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা। এদিন সভা চলাকালিন হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টিকে উপেক্ষা করে জনসভায় বক্তব্য রাখেন কুণাল, ঋতব্রতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!