রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রানিগঞ্জে রাতভর তোলপাড় ASANSOL EXPRESS NEWS

ক্রান্তি সিং রাণীগঞ্জ:- রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রানিগঞ্জে আবারও রাতভর তোলপাড়। বুধবার রাতে রাণীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ী এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে এক মহিলা রোগীর মৃত্যুর পর উত্তেজনা বিরাজ করছে। পরে রাণীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তথ্য অনুযায়ী, পাণ্ডবেশ্বর থানা এলাকার ভুডি গ্রামের 51 বছর বয়সী মহিলা ইসিএল কর্মী লক্ষ্মী বাউরিকে পেটে ব্যথার অভিযোগে রানিগঞ্জের সিয়ারসোল রাজবাড়ি এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে চিকিৎসা চলাকালীন বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়। রোগীর মৃত্যুর খবর পেয়ে রোগীর স্বজনরা হাসপাতাল চত্বরে পৌঁছে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন। এরপরই পরিবারে তোলপাড় সৃষ্টি হয়। এতে হাসপাতাল চত্বরে উত্তেজনা বিরাজ করছে। নিহতের আত্মীয় শ্যামাপদ বাউরি জানান, চিকিৎসায় চিকিৎসকের অবহেলার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। মহিলার চিকিৎসা করা ডাক্তার টি.কে. রায়ও নিজের ভুল স্বীকার করেছেন এবং ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ঘটনার বিষয়ে এফআইআর নথিভুক্ত করার প্রশ্নে পরিবারের পক্ষ থেকে বলা হয়, রোগীর মৃত্যু হয়েছে বলে আমাদের ওপর চাপ দেওয়া হয়েছে, এখন মামলা করে কী লাভ, কিছুই পাওয়া যাবে না। তাই কিছু একটা নিয়ে বিষয়টি চুপ করা উচিত। আমরা গরীব তাই মামলার চাপ সহ্য করতে পারব না। সেই কারণে আমরা এখনও এফআইআর নথিভুক্ত করিনি। এ বিষয়ে ডাঃ টি কে রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি, হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, চিকিৎসায় গাফিলতি থাকলে মৃতের ময়নাতদন্ত করতে হবে, তাতে জানা যাবে কীভাবে রোগীর মৃত্যু হয়েছে? বিষয়টি মীমাংসার জন্য টাকা দেওয়ার প্রশ্নে তিনি বলেন, ফাঁড়ি থেকে পরামর্শ দিয়েছিলেন যে বিষয়টি মীমাংসা করে নিতে হবে।। ঘটনার খবর পেয়ে পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার নিহতের স্বজন ও চিকিৎসকের মধ্যে মীমাংসা নিয়ে কথা কাটাকাটি হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!