রাজ্য সরকারের “দুয়ারে সরকার” পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি

রানীগঞ্জ নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য সরকারের পুনরায় চালু হয়েছে দুয়ারে সরকার।রাজ্যের বিভিন্ন জায়গায় এই ক্যাম্প চলছে।
রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিক রানীগঞ্জ অঞ্চলের প্রায় ৬টি গ্রাম পঞ্চায়েতে চালু হয়েছে দুয়ারে সরকার। শুক্রবার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তগত পুরাতন এগারা ওল্ড হাইস্কুলের দুয়ারে সরকার ক্যাম্প বসানো হয়।সেখানে প্রায় ৩০০থেকে ৫০০ জন এলাকার মানুষ দুয়ারে সরকার প্রকল্পের পরিষেবা নিতে হাজির হোন। সেই পরিষেবা সঠিক মত চলছে কিনা সরকারে যে সমস্ত প্রকল্প আছে মানুষ সঠিক ভাবে পাচ্ছে কিনা তা দেখতে পৌঁছান রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া। তিনি জানান রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি এলাকায় ছটি পঞ্চায়েত রয়েছে এই ছটি পঞ্চায়েতে বিভিন্ন দিনে দুয়ারে সরকারের ক্যাম্প বসানো হয়েছে ।যাতে মানুষ তাদের রাজ্য সরকারে প্রকল্প গুলি ঠিকঠাক পায়। আমদের ছটি পঞ্চায়েত এলাকায় প্রায় 80% মানুষ রেশন কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী লক্ষী ভান্ডার যে সমস্ত সরকারের প্রকল্প রয়েছে এই প্রকল্প গুলি মানুষ কে দিতে পেরেছি ।কিছু কিছু মানুষ এই পরিষেবা নিতে পারিনি বা জানেন না তাই আমাদের সরকার পুনরায় দুয়ারের সরকারের ক্যাম্প বসানোর কাজ শুরু করে যাতে ১০০% মানুষ রাজ্য সরকারে প্রকল্প থেকে বঞ্চিত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!