কুলটি নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলের কুলটি থানার বারাকর ফাঁড়ির অম্তর্গত বরাকর লাখিয়াবাদ নদীঘাটে স্নান করতে এসে নদীতে তলিয়ে গেলো এক যুবক!যুবকের নাম এম ডি মাজিদ হুসেন (১৫)কুলটির পাতিয়ানা মহল্লার বাসিন্দা বলে খবর!ঘটনাস্থলে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ!স্থানীয়দের সহযোগিতায় ঐ যুবক কে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।এলাকায় শোকের ছায়া!ঘটনাস্থলে প্ৰাক্তন কাউন্সিলার তোবাসুম আরা!
নদীতে স্নান করতে এসে তলিয়ে যায় এক যুবক এলাকায় শোকের ছায়া
