আসানসোল নিজস্ব সংবাদদাতাঃ আসানসোল সম্প্রতি রেল পাড়ের চাঁদমারি কুরেশি মহল্লা সহ বহু এলাকার মানুষকে রেলের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে, এই নোটিশে বলা হয়েছে যে জমিতে তাদের দোকান রয়েছে সেই জমিটি রেলের জমি৷ সেই সমস্ত লোকদের ডিআরএম অফিসে যোগাযোগ করতে হবে৷ এবং রেলওয়ের জমিতে যেভাবে অবৈধভাবে দখল করে রেখেছেন তা সরিয়ে ফেলুন, পাশাপাশি এইসব এলাকায় রেলের বাড়িতে অবৈধভাবে বসবাসকারী লোকদের বাড়ি খালি করতে বলা হয়েছে।শুক্রবার তৃণমূল কাউন্সিলর উৎপল সিনহা ও ফানসাবি আলিয়ার নেতৃত্বে. এসবের বিরুদ্ধে এসব এলাকার মানুষ প্রতিবাদ শুরু করে.
তারা বলছেন রেলওয়ের পক্ষ থেকে তাদের পুনর্বাসন না করা পর্যন্ত এসব মানুষ এখান থেকে নড়বে না এ প্রেক্ষাপটে উৎপল সিনহা বলেন, এসব লোককে অপসারণের যে পদ্ধতিতে নোটিশ দেওয়া হয়েছে। রেলওয়ের জারি করা সম্পূর্ণ অমানবিক, শত শত নয় হাজার হাজার দরিদ্র পরিবার আছে. যাদের জীবিকা এই দোকানের উপর নির্ভরশীল. হঠাৎ করে ভেঙে পড়লে তাদের পরিবারের কী হবে? একই সঙ্গে ফানাসবী আলিয়াও তাদের এই পদক্ষেপের বিরোধিতা করেন। এমনটা হতে পারে বলে রেলওয়ে জানিয়েছে বলা হচ্ছে আসানসোলের লোকসভা উপনির্বাচনে পরাজয়ের কারণে আসানসোলের মানুষ কেন্দ্রীয় সরকার দ্বারা রেলের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন. তারা এখানকার মানুষের পুনর্বাসনেরও দাবি জানিয়েছেন।