আসানসোল ۔সোনা রুপোর গয়না পরীক্ষার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোল দক্ষিন থানার ঘাঁটি গোলি এলাকায় ।দোকান মালিক সঞ্জয় এর অভিযোগ রাতে দোকান বন্ধ করে বাড়ি যায় ।সকালে দোকান খুলতে এসে দেখে একটি জানালা ভাঙা রয়েছে ।দোকানে গ্রাহকদের দেওয়া গহনা নেই।সাথে সাথে খবর দেওয়া হয় আসানসোল দক্ষিন থানার পুলিশ কে।পুলিশ এসে তদন্ত শুরু করে।সঞ্জয় এর দাবি প্রায় কয়েক লক্ষ টাকার গহনা খোয়া গিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিন থানার পুলিশ ।
আসানসোল সোনার দোকানে ২৫ লক্ষ টাকার গহনা চুরি
