আসানসোল নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলের কুলটি থানার নিয়মতপুরফাঁড়ির অন্তর্গত লছিপুর থেকে শনিবার রাত্রে গোপনসূত্রে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ড্রাগস্ সহ দুজন যুবককে গ্রেফতার করে সাথে একটি নম্বর বিহীন পালসার গাড়ি আটক করে।ধৃতদের নাম দুই যুবকের নাম রাহুলদাস,রাজরজক।ধৃতরা ঐ এলাকার স্থানীয় বাসিন্দা বলে যানা গেছে।ধৃতদের কাছ থেকে প্রায় ছয়গ্রাম ড্রাগস্ উদ্ধার হয়।রবিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়।তদন্তের স্বার্থে পুলিসি হেফাজতে নেওয়া হবে বলে খবর।ঘটনার তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।
গোপনসূত্রে খবরপেয়ে অভিযান চালিয়ে ড্রাগস সহ দুজন যুবককে গ্রেফতার করলো নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।
