আসানসোল :লোকসভা উপনির্বাচনের সময় দলের দায়িত্বে থাকা জিতেন্দ্র তিওয়ারি-সহ অন্যান্য নেতৃত্বের ভূমিকা কী ছিল? নির্বাচন শেষ হওয়ার ১ মাস পর এই প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা পাল। তিনি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক আবার লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন কিন্তু উপনির্বাচনে বিপুল ভোটে হেরেছেন অগ্নিমিত্রা।ঘটনার সূত্রপাত মাত্র ১৭ সেকেন্ডের একটি অডিয়ো ক্লিপ ঘিরে। যে ক্লিপে এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ‘‘জিতেন্দ্র তিওয়ারি’দা নির্বাচনের সময় কী রকম ভূমিকা পালন করেছেন? উনি কি দলের হয়ে কাজ করেছেন না কি বিরোধিতা করেছেন? আসল কী রকম কাজ করেছেন উনি? সেটা জানতে চাইছি।’’ অনেকের মতে ওই অডিয়ো ক্লিপে যে মহিলাকে উপনির্বাচন জিতেন্দ্রর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শোনা গিয়েছে তা অগ্নিমিত্রার কণ্ঠ। যদিও সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি আসানসোল এক্সপ্রেস নিউজ ।
রবিবার বাঁকুড়ায় সাংবাদিকরা অগ্নিমিত্রাকে প্রশ্ন করেন আসানসোলে লোকসভা উপনির্বাচনে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা কী ছিল? আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তার জবাব দেন, ‘‘আমি প্রশ্ন করেছি তাঁর ভূমিকা কী ছিল? আমি জানতে চেয়েছি, যেখানে মানুষের যা হাওয়া ছিল, যা সমর্থন ছিল, সেখানে আমাদের বিশ্বাস ছিল, অন্তত ৩০-৪০ হাজার ভোটে হলেও আমরা জিতব। কিন্তু ভয়াবহ ফল হল। অবশ্যই ছাপ্পা তো হয়েছে, আমার লোকসভা কেন্দ্রের বারাবনি বলুন আর পান্ডবেস্বর বলুন যেখান থেকে ৯০ / ৯৫ হাজার ভোটে লিড করেছে সেটা সম্ভব নয়, সেখানে মানুষ ভয়ে বাড়ি থেকে বের হয়নি , তার আগে ওখানে বিধায়ক থ্রেড করেছিলেন যে যারা বিজেপি করেন তারা যেন ভোটের দিন ভোট দিতে না পারেন। অনেক জায়গায় বুথেও আমরা লোক বসাতে পারিনি। আজকে যে নেতৃত্ব দায়িত্ব নিয়েছিলেন তাঁদের কী ভূমিকা ছিল সেটার তদন্ত হওয়া তো দরকার। কারণ আর তো দু’বছর বাদে ২০২৪। সেখানে যিনিই দাঁড়ান এই নেতৃত্বই তো থাকবেন।