ক্রান্তি সিং জামুরিয়া: জামুরিয়া থানার অন্তগত দামোদরপুর এলাকায় ব্যাঙ্কের সিএসপির উপর সশস্ত্র নিয়ে অপরাধীরা হামলা চালিয়ে টাকা লুট করে পলাতক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জামুরিয়া এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তদন্তে নামে। এ প্রসঙ্গে পুলিশ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।জামুরিয়া দামোদর পুরে অবস্থিত ব্যাঙ্ক সিএসপিতে রাত নয়টার সময় বাইকে করে দুই অপরাধী আসে। অস্ত্র হাতে মুখে ঢাকা নিয়ে সিএসপি অপারেটর ও গ্রাহকদের হুমকি দেন। পরে নগদ টাকা লুট করে পালিয়ে যায় তারা। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। বর্তমানে প্রাথমিক তদন্তে জানা গেছে ২৫ হাজার টাকা লুট হয়েছে বলে জানা গেছে।
অস্ত্র দেখিয়ে সিএসপি তে লুট
