রানীগঞ্জ নিজস্ব সংবাদদাতাঃ রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির ও সমষ্টি উন্নয়ন আধিকারিক উদ্যোগে রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে দু লক্ষ কুড়ি হাজার টাকা ব্যয় নিমচা পাঠান ধাওরা এলকাই ঢালাই রাস্তা শুভ সূচনা হয়। এই রাস্তাটি বহুদিন থেকে জরাজীর্ণ অবস্থায় ছিল। এখানকার আশেপাশে গ্রামবাসীদের অসুবিধায় পড়তে হচ্ছিল ।তা দেখে রানীগঞ্জের তিরাট পঞ্চায়েত এর পক্ষ থেকে ঢালাই রাস্তাটি শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন পাঠান ধাওরার এলাকায় লালু খান, কালু খান, আফরোজ খান এছাড়া উপস্থিত ছিলেন নিমচা কোলিয়ারির আঞ্চলিক সভাপতি অর্জুন সিং ,তিরাট পঞ্চায়েতের সদস্য বিকাশ সিং ও কে কে এস সির শিবু যাদব ছাড়া অন্যান্যরা।এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে অর্জুন সিং জানান আমাদের মা মাটি সরকার যে দিন থেকে এসেছে রাজ্যে প্রত্যেক এলাকায় উন্নয়ন কাজ হচ্ছে। আমাদের রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির ও সমষ্টি উন্নয়ন আধিকারিক উদ্যোগেও শুধু তিরাট পঞ্চায়েত এলাকায় নয় ছটি পঞ্চায়েত এলাকায় উন্নয়ন কাজ হচ্ছে। আমাদের সরকারের যে সমস্ত প্রকল্প গুলি রয়েছে লক্ষীভাণ্ডার থেকে শুরু করে সমপ্যাথি এছাড়াও এলাকার রাস্তা ঘাট থেকে শুরু করে রাস্তার আলো সমস্ত কাজ হচ্ছে একলার ,যা আগের সরকার কাজ করে দেখতে পারেনি যা তৃণমূল সরকার কে ভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা যায়।
তিরাট পঞ্চায়েত এর পক্ষ থেকে ঢালাই রাস্তা শিলান্যাস ASANSOL EXPRESS NEWS
