কুলটি নিজস্ব সংবাদদাতাঃ ১৪ দফা দাবি নিয়ে চিনাকুড়ি তিন নম্বর কোলিয়ারি তে বিক্ষোভ কর্মসূচি করেন জয়েন্ট একশন কমিটির পক্ষ থেকে। তাদের মূলত দাবি কোলিয়ারি উৎপাদন বাড়াতে হবে,শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে এবং কোয়াটারের জলের পরিষেবা দিতে হবে,নিয়মমতো এখানে ডাক্তার বসাতে হবে যাতে শ্রমিকদের কিছু হয়ে গেলে চিকিৎসা করানো যায়। শ্রমিকদের ৮ ঘন্টা ডিউটি এবং বর্ষার সময় কোলিয়ারি ভিতর জল ঢুকে যাওয়ায় শ্রমিকদের অসুবিধার মুখে পড়তে হয় তার ব্যবস্থা করতে হবে. এইসব দাবি-দাওয়া নিয়ে চিনাকুড়ি তিন নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখায় এবং পরে ইসিএলের ম্যানেজমেন্টকে ডেপুটেশন তুলে দেন। তাদের দাবি গুলি যদি না মানা হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান।
১৪ দফা দাবি নিয়ে চিনাকুড়ি তিন নম্বর কোলিয়ারিতে বিক্ষোভ ASANSOL EXPRESS NEWS
