আসানসোল পৌর নিগমের MIC ঘোষণা করলেন আসানসোল পৌর নিগমের বিজেপির বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারি

আসানসোল নিজস্ব সংবাদদাতাঃ আসানসোল পৌর নিগমের বিজেপির বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ এর ডেপুটি মেয়র এর নাম ঘোষণা করে। বিরোধী নেতা চৈতালি তিওয়ারি বক্তব্য আসানসোল পৌর নিগম তিন মাস পেরিয়ে যাওয়ার পরও এখনো এমআইসি ও বোরো চেয়ারম্যান নাম ঘোষণা করতে পারেনি। আমরা বারবার চিঠি করা সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি। এর জন্য আমরা কোর্টে মামলা করা হয়েছে তার শুনানি ৯জুন। এই পৌর নিগমে সার্কাস চলছে আসানসোলের উন্নয়নের কথা ভাবছেন না। তাই ওনারা বোর্ড গঠন করতে পারছে না নিজেদের মধ্যে মারামারি ।

আমরা বাধ্য হয়ে ডেপুটি মেয়র ও মেয়র পরিষদের নাম ঘোষণা করলাম যাতে আসানসোলের এলাকার মানুষের কাজ করতে সহজ হয়।
আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন আগে নিজের দলের কথা ভাবুক।তাদের দলের কে কোথায় থাকবে তার ঠিক নেয়। আমাদের দরজা খুলে দিলেই সব ঢুকে যাবে হুড়মুড়িয়ে ,তাই আগে নিজের দলকে ঠিক করুন। সংগঠন নেই তাই এই ধরনের কাজ করে যাচ্ছে।তারপর আমাদের কথা ভাববেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!