২৯তম রতন পরেশ শহীদ দিবস পালন করা হয় সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েত এলাকার সিয়াকুলবেড়িয়া ফুটবল মাঠে
সালানপুর :- সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েতে এর সিয়াকুল বেড়িয়া গ্রামের প্রতি বছরের মতো এ বছরও দিনটিতে শহীদ রতন মিশ্র ও পরেশ মণ্ডলের স্মৃতি উদ্দেশে শহীদ দিবস পালিত হল । এই শহিদ সভায় সিয়াকুলবেড়িয়া থেকে পায়ে হেঁটে নেতাজি কলোনীতে একটি মৌন মিছিল করে রতন ও পরেশ শহীদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করেন বারাবানী বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়,ও পঞ্চায়েত কমিটির সভাপতি ফাল্গুনী ঘাসি সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ।এরপর সকলে সিয়াকুলবেরিয়া স্থিত শহীদ রতন পরেশের মূর্তির কাছে ফিরে আসেন।একইসাথে এদিন পরেশ মণ্ডলের স্ত্রীও তার স্বামীর প্রতিমায় মালা পড়ান ।
এই উপলক্ষ্যে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জানান আজ থেকে ২৯ বছর আগে কংগ্রেসের দুই নেতাকে হত্যার ঘটনায় গোটা বাংলায় আতঙ্কের সৃষ্টি করেছিল। সেই সময় কংগ্রেসের সমস্ত লোক প্রচণ্ড শোকে ভুগেছিল। এ সময় সিপিআই(এম)-এর লোকজন এই দুই নেতাকে হত্যা করে।
বারাবানী বিধায়ক জানান, প্রতি বছর এই দিনটি পালিত হয়,।
এই উপলক্ষে ,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও জেলা কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল সম্পাদক ভোলা সিং, জিৎপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, জেলা পরিষদ সদস্য কৈলাশপতি মণ্ডল,
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, কয়লা খনি শ্রমিক সংগঠনের নেতা দীনেশ লাল শ্রীবাস্তব, জিতপুর উত্তরমপুর পঞ্চায়েত উপ-প্রধান বন্দনা মণ্ডল, সালানপুর ব্লক
মহিলা তৃণমূলের সভানেত্রী অপর্ণা রায় সহ তৃণমূল ও কংগ্রেসের বহু কর্মী সমর্থক ছিলেন।
২৯তম রতন পরেশ শহীদ দিবস পালন করা হয় সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েত এলাকার সিয়াকুলবেড়িয়া ফুটবল মাঠে
