বর্ষা আসার আগেই এলাকার পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থার জন্য প্রস্তুত হলেন ওয়ার্ড কাউন্সিলররা

ক্রান্তি সিং রানিগঞ্জ:- বুধবার, রানিগঞ্জ শহরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ 37 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রূপেশ যাদব বর্ষার আগে রানিগঞ্জ শহরের সবচেয়ে বড় ড্রেনের ব্যবস্থা এবং পরিচ্ছন্নতার জন্য প্রস্তুত হলেন। রূপেশ যাদব গত কয়েক দিন ধরে, মহাবীর কোলিয়ারি, রাজা পাড়া, নিউ কলোনি, যেখানে ইসিএল-এর বাসভবন রয়েছে, এই সমস্ত এলাকা এবং জনবসতির বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিতেও পুরো এলাকা জলে তলিয়ে যায়, এই সমস্ত বিষয় মাথায় রেখে রানিগঞ্জ বরো নং 2 এর ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ কোনারকে তার সঙ্গে নিয়ে ড্রেনেজ এবং পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, প্রথমে জেসিবি মেশিন দিয়ে জ্যাম ময়লা অপসারণ করা হবে, এরপর ড্রেনটি প্রশস্ত করা হবে যাতে আরামে  জল সরে যায়। স্থানীয়রা বলছেন, বৃষ্টিতে প্রায়ই পুরো এলাকা তলিয়ে যায়। এই সিদ্ধান্তের জন্য আমরা সবাই ওয়ার্ড কাউন্সিলরের কাছে কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!