ক্রান্তি সিং রানিগঞ্জ:- রানিগঞ্জের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশরা গ্রামের দুর্গা মন্দির পাড়াতে দেড়শো বছরের পুরানো দুর্গা মন্দিরের পুনরুদ্ধার অনুষ্ঠান বুধবার শ্রদ্ধার সাথে শেষ হয়ে।বুধবার এলাকার মহিলারা কলশ যাত্রা বের করেন, যেখানে বিভিন্ন বাদ্যযন্ত্র পরিবেশন করা হয়। মন্দির প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্র, ঢাক ঢোল বের করা হয়। বাঁশরা বাঁধে পৌঁছে এখানে পবিত্র জল সংগ্রহ করে এলাকা প্রদক্ষিণ করে মন্দিরে ফিরে এসে শেষ হয়। এর পর পুরোহিত কার্তিক মুখোপাধ্যায়, সজন পুরোহিত হোম যজ্ঞ ও চণ্ডীপাঠ করেন। মন্দিরের এই আচারে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। এ সময় প্রসাদও খাওয়ানো হয়। জানা দরকার যে বাঁকুড়ার অর্ধ গ্রাম পঞ্চায়েতের ভুলুই গ্রামে অবস্থিত অষ্ট লাইকা দুর্গা মন্দিরের একটি অংশ এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় ভক্তরা তাদের মানত পূরণ করতে দুর্গাপূজার সময় অষ্ট লাইকা দুর্গা মন্দিরে আসেন। বুধবার চক্রবর্তী পরিবারের এই পূজায় গ্রামের মানুষের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছিল। দেবী দুর্গার আশীর্বাদ পেতে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে।
বাঁশরা গ্রামের ১৫০ বছরের পুরানো দুর্গা মন্দিরের পুনরুদ্ধারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়
