ক্রান্তি সিং জামুডিয়া:- জামুডিয়া ডিওয়াইএফআই পশ্চিম লোকাল কমিটি থেকে নর্থ সিয়ারসোলে ডিওয়াইএফআই-এর প্রতিষ্ঠাতা প্রয়াত কমরেড দীনেশ মজুমদারের 90 তম জন্মবার্ষিকী উদযাপন করে। আজ সকাল 9 টায় নর্থ সিয়ারসোল পার্টি অফিস প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়, এরপর কামরেড দীনেশ মজুমদারের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত পশ্চিম লোকাল কমিটির সহ-সচিব বিকাশ যাদব কম. দীনেশ মজুমদারের জীবনী তুলে ধরে বলেন, যুব সমাজকে পথ দেখাতে উনার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উনার নেতৃত্বেই ১৯৬৮ সালে ডিওয়াইএফ গঠিত হয়, যা পরে ডিওয়াইএফআই হয়। সে সময় সংগঠনের প্রথম সভাপতি নির্বাচিত হন কমঃ দীনেশ মজুমদার এবং প্রথম সম্পাদক নির্বাচিত হন কমঃ বুদ্ধদেব ভট্টাচার্য। আজ DYFI ভারতের বৃহত্তম যুব সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন মহেন্দ্র গোপ, জোগিন্দর হরিজন, সুরজ রবিদাস, রাহুল হরিজন প্রেমুখ।
নর্থ সিয়ারসোলে ডিওয়াইএফআই-এর প্রতিষ্ঠাতা প্রয়াত কমরেড দীনেশ মজুমদারের 90 তম জন্মবার্ষিকী উদযাপন
