রাস্তায় জমে রয়েছে নোংরা ড্রেনের জল, যাতায়াতের সমস্যায় রূপনারায়নপুরবাসী

সালানপুর কাজল মিত্র:  সালানপুর ব্লকের রূপনারায়নপুর পঞ্চায়েতের ডাবরমোড় থেকে পিঠাকেয়ারী যাবার প্রধান রাস্তার পাশে জমে আছে নোংরা ড্রেনের জল,ফলে সেই জল ড্রেন থেকে উপচে পড়ছে রাস্তায় যাতায়াতের সমস্যায় রূপনারায়নপুর বাসী।এমনি দূর্ভোগের ছবি দেখা গেল রূপনারায়নপুর শহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তা মোড় এলাকায়
ঠিক ডাবরমোড়ে।এখানে দীর্ঘদিন ধরে নোংরা জল জমে আছে ফলে রাস্তা দিয়ে যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিত্যদিনের পথচলতি সাধারণ মানুষ। ড্রেনে নোংরা জমে ভরতি হয়ে সেই দুর্গন্ধ জল উপছে রাস্তায় বেরিয়ে এসে এই বিপত্তি বলে জানা গেছে। সকালে প্রত্যেক দিন বাজার করতে আসা সাধারণ মানুষ থেকে মহিলারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে যেসকল মহিলারা স্নান করে ওই রাস্তার কিছুটা দূরেই রয়েছে একটি দুগা মন্দির সেখানে পুজো করতে গেলে নোংরা জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে । এমনকি ডাবরমড়ে বাস ধরতে এসে এই জমে থাকা নোংরা ড্রেনের জল পার করে সেখানেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে নিত্যযাত্রীদের। পাশাপাশি এই স্থানে আছে দুটি হোটেল ও কিছু ফুলের দোকান ।স্থানীয় পথ চারীদের অভিযোগ হোটেল এর সামনের নালা গুলি একে বারে বন্ধ হয়ে গেছে যার ফলে ওই নালার নোংড়া জল রাস্তায় উঠে আসছে ।তাছাড়া রূপনারায়নপুর এলাকায় বেশিরভাগ দোকান ফুটপাত দখল করে নালা গুলি ঢেকে রেখেছে যার কারণেও এই সমস্যা হচ্ছে। এই সমস্ত কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
এই বিষয়ে প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষ সহ পথচারীদের ফলে প্রশাসনের কাছে দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছে তারা।
এবিষয়ে রূপনারায়নপুর পঞ্চায়েতের প্রধান রানু রায় জানান তিনি রূপনারায়নপুর বাজার এলাকায় ড্রেন গুলি বারবার পরিস্কার করে হচ্ছে। কিন্তু যেসকল দোকানদার গুলি রয়েছে তারা তাদের দোকানের নোংড়া আবর্জনা রাস্তার পাশে ও ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে তাছাড়া কিছু কিছু হোটেল গুলি তাদের সামনের নালা ঢেকে স্ল্যাব লাগিয়ে বন্ধ করেদিয়েছে যারকারণে ড্রেনে নোংরা জল জমে পড়ছে এবং স্ল্যাব তুলে পরিস্কার করতে অসুবিধা হচ্ছে ।
এবিষয়ে সালানপুর ব্লকআধিকারিক রাজেশ কুমার জানান এটি সালানপুর ব্লকের রূপনারায়নপুর পঞ্চায়েতের অধীনে থাকায় বিষয়টি সম্পুর্ন ভাবে পঞ্চায়েতের প্রধানকে দেখা উচিত ।তবু তিনি এবিষয়ে রূপনারায়নপুর পঞ্চায়েতের প্রধান এর সাথে কথা বলে বিষয়টি ক্ষতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!