রানীগঞ্জ নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় চিকিৎসা জগতে এক বিশেষ সার্ভে অনুযায়ী ভারতের বিভিন্ন প্রান্তের বড় বড় চিকিৎসা কেন্দ্রের সাথেই এবার হৃদরোগে আক্রান্ত রোগীদের সফল চিকিৎসা করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করা চিকিৎসাকেন্দ্র দুর্গাপুরের মিশন হসপিটালের কার্ডিয়লজিস্ট বিভাগ রোগীদের অনবদ্য চিকিৎসা প্রদান করে সুস্থ করে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন। এই চিকিৎসা কেন্দ্রের সেই বিষয়টি নজরে রেখেই এবার চিকিৎসা জগতে সুনাম অর্জনকারী এই হাসপাতালকে কার্ডিয়লজিস্ট বিভাগে সফল চিকিৎসার জন্য পঞ্চম স্থান প্রদান করা হলো। একই সাথে এই চিকিৎসা সঙ্গে যুক্ত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সত্যজিৎ বোস পেলেন বেস্ট কার্ডিয়লজিস্ট আওয়ার্ড। এই বিষয়ে ঘোষণা হওয়ার পরপরই রানীগঞ্জের বনিক সংগঠন রানীগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে বৃহস্পতিবার চেম্বার অব কমার্সের অর্জুন আগরবাল মেমোরিয়াল হলে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। যেখানে এদিন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে পুষ্পগুচ্ছ উপহার ও বিশেষ স্মারক প্রদান করেন সংগঠন চেম্বার অফ কমার্স, একই সাথে এই সভায় ও বিশিষ্ট চিকিৎসক কে সম্মানিত করতে দেখা যায় রানীগঞ্জ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, জুয়েলারি অ্যাসোসিয়েশন, ভারত বিকাশ পরিষদ, মহাবীর ব্যায়াম সমিতি, তিলক পুস্তকালয়, রানীগঞ্জ সিটিজেন অফ ফোরাম, রানীগঞ্জ মর্নিংওয়াক গ্রুপ সহ বহু সংস্থার সদস্যরা। দিনটাতে সত্যজিৎ ঘোষ তাঁর বক্তব্যে দাবি করে হৃদরোগ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তিনি সর্বদাই তৎপর থাকেন, প্রথম দফায় তিনি চিকিৎসা জগতে চিকিৎসা করতে গিয়ে ব্যাপকভাবে আর্থিক দুরবস্থা মধ্যে করেছিলেন কিন্তু তারপরও চিকিৎসা জগতের কোনো ত্রুটি রাখেনি, বহু ক্ষেত্রেই যখন 18 বছরের নিচে চিকিৎসা করাতে আসা রোগীর অবস্থা সচ্ছল থাকে না সেসময় চিকিৎসার ক্ষেত্রে বহুবার অসহায় পরিবারকে সহায়তা করে চিকিৎসা করেছেন তিনি, চিকিৎসায় ক্ষেত্রে তিনি যুব সম্পদ কে আরো বেশি উজ্জীবিত করতে চান তার চিকিৎসা পরিষেবার মাধ্যমে বলে জানিয়েছেন তিনি
চিকিৎসক সত্যজিৎ বোস বেস্ট কার্ডিয়লজিস্ট আওয়ার্ড পাওয়ার জন্যে সংবর্ধনা
