একশ্রেণীর অসাধু চক্রের বিরুদ্ধে গাছ কেটে পাচার করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়

রানীগঞ্জ নিজস্ব সংবাদদাতা :ঝড় বৃষ্টির কারণে এগারা গ্রাম পঞ্চায়েতের অমৃতনগর কোলিয়ারি এলাকায় অসংখ্য গাছ পড়ে যাওয়ার পরপরই একশ্রেণীর অসাধু চক্রের বিরুদ্ধে গাছ কেটে পাচার করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় তৃণমূল নেতা কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ঝড় বৃষ্টির কারণে গাছ বাড়িতে পড়ে যাওয়ায় সেই গাছ কেটে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ কেটে বিক্রি করার অভিযোগ মিথ্যে বলে দাবি করেন তিনি। অন্যদিকে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের দাবি, অসংখ্য গাছ কেটে লরি ভর্তি করে তা পাচার করা হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতেই বনবিভাগের আধিকারিক, খনি আধিকারিক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিশেষ প্রতিনিধি দল তদন্তে নামে তারা, বিষয়টি খতিয়ে দেখে আগামীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য বিষয় এই যে বনাঞ্চলের ফরেস্ট বিভাগের পক্ষ থেকে সমগ্র ওই অংশটিতে অসংখ্য বৃক্ষরোপণের গুরুত্ব দেওয়া হয়েছে বনবিভাগের তরফের এর একমাত্র কারণ হিসেবে ওই এলাকার মাটি কে ধরে রাখার বড়ো বেশি ভূমিকা গ্রহণ করে থাকে গাছ সেই বিষয়টি লক্ষ্য করেই দীর্ঘ আকৃতির বিভিন্ন গাছ লাগানো হয়েছে ওই অংশের। আর এই বৃক্ষরোপনের মাধ্যমেই এলাকার বস গ্যাসের খনি অঞ্চলের মৃত্তিকা ক্ষয় ধরে রাখার একমাত্র উপযোগী ভূমিকা গ্রহণ করে বৃহদাকৃতির সব কাজ আর সেই গাছকে শুধুমাত্র টাকার লোভে একশ্রেণীর পাচার চক্র এভাবে বিক্রি করে দেওয়ায় স্বভাবতই হতাশা গ্রাস করেছে এলাকার বাসিন্দাদের মনে। এবার খনি অঞ্চলের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন এভাবে ঝড়-বৃষ্টির নাম করে ব্যাপক পরিমাণে বৃক্ষছেদন শুরু হলে এলাকাটি বিপজ্জনক হয়ে পড়তে পারে বেশ কিছু গাছ দেখা গেছে বহু প্রাচীন মূল্যবান গাছ হওয়ার পর সেই গাছগুলি দাঁড়িয়ে থাকা অবস্থাতে দুষ্ট চক্র সেই গাছ কেটে পাচার করেছে। ঝড় বৃষ্টির কারণে গাছ পড়ে যাওয়ার সুযোগ নেই এভাবে নির্দ্বিধায় বৃক্ষচ্ছেদন করে এলাকায় যে আরও ভয়াবহ করেছে দুষ্টচক্র সে বিষয়টি স্পষ্ট হয়েছে ব্যাপকভাবে এই গাছগুলিকে কেটে তা বাইরে পাচার করার বিষয়টি লক্ষ্য করেই। প্রকৃতি প্রেমী মানুষেরা মনে করছেন এভাবে বৃক্ষচ্ছেদন করে এলাকাটিকে আরোহন করে তোলার উদ্যোগ নিয়েছে পাচারকারী দলের সদস্যরা। এখন দেখার এত বিশাল পরিমাণে বৃক্ষচ্ছেদন এরপর প্রশাসন গত ভাবে কি ব্যবস্থা গ্রহণ করা হয় ওই দুষ্টু পাচার চক্রের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!