পানীয় জলের দাবিতে কুলটি বোরো কার্যালয়ে আসানসোল জেলা BJPর ডেপুটিশন

BAPPA BANERJEE কুলটি: আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অধিন কুলটি বোরো কার্যালয়ে শনিবার দুপুরে আসানসোল জেলা বিজেপির তরফ ডেপুটেশন বা স্মারকলিপি দেয়ার কর্মসূচি নেওয়া হয় । সবার ঘরে পানীয় জলের দাবিতে এবং অবিলম্বে পৌরনিগমের বোর্ড গঠন করার দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় । এতে মূখ্যরূপে উপস্থিত ছিলেন কুলটি বিজেপির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার , আসানসোল জেলা বিজেপির সভাপতি দিলীপ দে , সাধারণ সম্পাদক বাপ্পা চ্যাটার্জী , আসানসোল পৌরনিগমের বিরোধী দলনেত্রী বিজেপির চৈতালি তেওয়ারি , সঙ্গে কাউন্সিলর ইন্দ্রানী আচার্জী , অমিত তুলসিয়ান সহ অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!