BAPPA BANERJEE জামুড়িয়া: শনিবার জামুড়িয়া বিধানসভা অন্তগর্ত জামুড়িয়া ব্লকের কবিতীর্থ চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠে সিঙ্গল স্টোরি বিল্ডিং নির্মাণ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আর্থিক অনুকূলে ৪৩ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে নব নির্মিত বিল্ডিং কার্য্যের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান তাপস ব্যানার্জী উপস্থিত ছিলেন জামুড়য়ার বিধায়ক হরেরাম সিং
অন্য দিকে জামুড়িয়ার বিধানসভার অন্তগর্ত আসানসোল পুর নিগমের ১২ নং ওয়ার্ডে কালীপাহাড়ি গোবিন্দ নগরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অনুকূলে ৪৮ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে ২.৫ কিমি ব্ল্যাক টপ রাস্তার সংস্কার ও মেরামতের কার্য্যের শুভ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চেয়ারম্যান তাপস ব্যানার্জী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল মেয়র বিধান উপাধ্যায় ,জামুড়িয়া বিধায়ক হরে রাম সিং। দীর্ঘ দিনের এই এলাকায় রাস্তার অবস্থা জরাজীর্ণ অবস্থায় ছিল রাস্তা সংস্কার হওয়ায় এলাকার মানুষ ঘুশি।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জামুড়িয়া এলাকায় কোথাও বিল্ডিং নির্মাণ কোথাও রাস্তা সংস্কার
