BAPPA BANERJEE RANIGAN:রাণীগঞ্জ খনি অঞ্চলে দীর্ঘ প্রত্যাশার পর তৃতীয় হল মাধ্যমিকের ছাত্রী অনন্যা। রানীগঞ্জের রহমত নগরের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী অনন্যা দাশ গুপ্ত এবার পশ্চিমবঙ্গে তৃতীয় স্থান দখল করলো মাধ্যমিকে। তার প্রাপ্ত নাম্বার 691, খনি অঞ্চলের মুখ উজ্জ্বল করল ওই ছাত্রী। আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলের ছাত্রী।
পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের পক্ষ থেকে অনন্যা কে সম্বর্ধনা জানালে সভাধিপতি সুভদ্রা বাউরী ও প্রাক্তন সভাধিপতি বিশ্বনাথ বাউরী। তিনি জানান শুধু রাজ্যের নয় আমাদের পশ্চিম বর্ধমানের এবং আমাদের রানীগঞ্জ অঞ্চলের মুখ উজ্জ্বল করলেন অনন্যা। আমরা খুব খুশি ভালো রেজাল্ট করার জন্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েরা সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় কিছু না কিছু পরিকল্পনা করছেন। আমাদের রাজ্যে পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সরকার থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা গর্বিত আমাদের রানীগঞ্জ অঞ্চলে অনন্যা রাজ্যের তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করাতে। তার পড়াশোনার ক্ষেত্রে যা যা দরকার আমাদের সরকার ও আমরা পাশে আছি।