BAPPA BANERJEE RANIGANJ:খনি শহর রানীগঞ্জে ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে দিকে দিকে বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা সংগঠনের সদস্যরা। এদিন রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন দপ্তর ও পঞ্চায়েত সমিতি যুগ্মভাবে রবিবার পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন দপ্তরের চারপাশে ছায়া প্রদানকারী বিভিন্ন গাছের চারা রোপণ করেন। এই কর্মসূচিতে শামিল হন ব্লক ডেভেলপমেন্ট অফিসার অভিক ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, ও দপ্তরের বিভিন্ন আধিকারিক এরা সকলেই এদিন স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে শামিল হয়ে গাছের চারা রোপণ করেন। এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জি জানান যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তাকে রক্ষার জন্য সকল মানুষের বৃক্ষরোপণ করা প্রয়োজন, সকলকেই এই বিশ্বকে পরিবেশবান্ধব করার দায়িত্ব ও কর্তব্য রয়েছে তাই সরকারের নির্দেশে একটি গাছ একটি প্রাণ যেরূপভাবে মনে করা হয় সেভাবেই অসংখ্য বৃক্ষ ছেদনের যে পর্যায়ে চলে ছিল তাকে পূরণ করতে অসংখ্য বৃক্ষরোপণ করে পরিবেশকে দূষণমুক্ত করে রোগ মুক্ত করে সুস্থ সমাজ গড়ে তোলার উদ্যোগ নিতে হবে প্রত্যেক। এদিন একইরূপ বার্তা দেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া।
সেখানেই এদিন রানীগঞ্জের নিমচা ফাঁড়ির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে শামিল হল এলাকার বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও রাজনৈতিক দলের সদস্যরা এদিন রানীগঞ্জের জে কে নগর ছট পূজা কমিটির সদস্য ও জে কে নগর বাজার কমিটির সাথেই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল যুব নেতা অর্জুন সিং আকাশ কুমার,পঙ্কজ যাদব প্রমুখ। এই কর্মসূচিতে হাজির হয়ে নিমচা ফাঁড়ির আইসি বিজন সমাদ্দার সকলের সাথেই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা আছে সে বিষয়গুলো তুলে ধরেন নিজের বক্তব্য। এদিন তারা জে কে নগর ছোট ঘাট এলাকায় ৫০ টিরও বেশি ছায়া প্রদানকারী গাছের চারা রোপণ করেন।
তবে এবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে তিরাট পঞ্চায়েতের অন্তর্গত তিরাট প্রাথমিক বিদ্যালয় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে আয়োজকরা পরিবেশ বিষয়ক বিভিন্ন ছবি আকার প্রতিযোগিতার আয়োজন করেন যে প্রতিযোগিতায় স্কুল পড়ুয়ারা বিশেষভাবে অংশ নিয়ে পরিবেশবান্ধব বেশ কিছু বিষয়ে নিজেদের ক্যানভাসে ফুটিয়ে তোলে। এদিনের এই কর্মসূচিতে আঁকা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করেন উদ্যোক্তারা। পরে স্কুল চত্বরে এক পরিবেশ বিষয়ক মডেল তুলে ধরে স্কুল পড়ুয়ারা এখানে প্রায় দশটি মডেল তুলে ধরে কিভাবে পরিবেশকে দূষণমুক্ত পরিবেশ বান্ধব সমাজ গড়ে তুলে সমগ্র বিশ্বকে উষ্ণায়ন এর হাত থেকে রক্ষা করা সম্ভব সে বিষয়ে ছাত্র-ছাত্রীরা নিজেদের মডেল জনসমক্ষে তুলে ধরে পরিবেশবান্ধব বিষয়গুলি উপস্থাপন করেন আগত দর্শকদের এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, পঞ্চায়েত প্রধান লক্ষ্মী টুডু, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ চ্যাটার্জী প্রমুখকে।
অপরদিকে রানীগঞ্জ থানার পক্ষ থেকেও রানীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মাড়োয়ারি যুবা মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় রানীগঞ্জ থানা চত্বর ও রানীগঞ্জের পন্ডিত পুকুর, রানীগঞ্জের রবিনসেন স্টেডিয়াম সহ বেশ কয়েকটি এলাকায়। এই সমস্ত এলাকা গুলিতে ফল প্রদানকারী গাছের চারা, ছায়া প্রদানকারী গাছের চারা, রোপণ করা হয়। পরে মারওয়ারি যুবা মঞ্চের পক্ষ থেকে রানীগঞ্জের বড় কালী বাড়ির সামনেই এক ঠান্ডা পানীয় জলের মেশিন বসানো হয়।
একি রূপ ভাবেই এদিন রানীগঞ্জের বল্লভপুর রায়পাড়া এলাকায় , রানীগঞ্জ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বসে আঁকো প্রতিযোগিতা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা ক্যানভাসে নানান ছবি ফুটিয়ে তোলে শিল্পীরা যেখানে প্রথম বিভাগে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়ুয়ারা যেমন খুশি আকো প্রতিযোগিতায় নিজেদের ক্যানভাসে রংবেরঙের হরেক রকম মজার ছবি তুলে ধরে, দ্বিতীয় বিভাগে ক্লাস ফাইভ থেকে এইট ক্লাসের পড়ুয়ারা পরিবেশ বিষয়ক বিভিন্ন ছবি তুলে ধরে তাদের ক্যানভাসে। সেখানেই নবম শ্রেণী থেকে সর্বসাধারণ বিভাগের ছাত্র ছাত্রীরা পরিবেশবান্ধব বিভিন্ন ছবি রং তুলির টানে তুলে ধরে ক্যানভাসের । যা আগামীতে ওই এলাকায় প্রদর্শিত হবে বলে জানা গেছে। উদ্যোক্তারা জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের মধ্যেই যদি পরিবেশ সচেতনতা ও বিশ্ব উষ্ণায়নের বিষয় সহ বিভিন্ন বিষয়গুলি কে তুলে ধরা যায় তাহলে আগামীতে সুন্দর সুস্থ পরিবেশ সুস্থ সমাজ গড়ে উঠবে সে বিষয়ে লক্ষ্যেই বিজ্ঞান মঞ্চের এই বিশেষ উদ্যোগ বলেই জানিয়েছেন তারা।