সমস্ত নিরাপত্তারক্ষী দের পুনরায় কাজে বহাল না করা হলে ইসিএলের সাত গ্রাম এরিয়া সমস্ত কোলিয়ারি তারা বন্ধ  করার হুমকি

BAPPA BANERJEE রানীগঞ্জ: এবার রানীগঞ্জের পঞ্চায়েত সমিতির ব্লক সভাপতি বিনোদন নুনিয়া ইসিএলের বেসরকারি ঠিকা সংস্থা দ্বারা নিযুক্ত নিরাপত্তা রক্ষীদের সকলের কাজের পুনর্বহালের দাবি কে জোরদার করতে হুমকি দিয়ে বসলেন সমস্ত কন্টাক্টচুয়াল নিরাপত্তারক্ষী দের পুনরায় কাজে বহাল না করা হলে ইসিএলের সাত গ্রাম এরিয়া সমস্ত কোলিয়ারি তারা বন্ধ করে দেবেন । সোমবার তিনি তার কাছে আসা নিরাপত্তারক্ষীদের কাছে এমনই দাবি করলেন তাঁর বক্তব্যে।

উল্লেখ্য ইসিএলের খনি নিরাপত্তার দায়িত্বে থাকা প্রায় সাড়ে আটশ জন বেসরকারি নিরাপত্তারক্ষীকে কিছুদিন আগেই কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল সেই সকল নিরাপত্তারক্ষীদের কাজের পুনর্বহালের দাবিতে ইসিএলের শাকতোড়িয়া এরিয়ার সদর দপ্তরে দুই বিধায়ক হাজির হয়ে বিক্ষোভ দেখাতে থাকে পরে ইসিএল আধিকারিকরা দুই বিধায়ক এর বিক্ষোভ এর প্রেক্ষিতে প্রায় সাড়ে ৫৫০  জন নিরাপত্তা রক্ষীকে কাজে পুনরায় বহাল করে কিন্তু তারপরও ৩০০ জনের মতো নিরাপত্তারক্ষী কাজে পুনরায় বহাল হয় না। এরমধ্যে অন্যান্য এরিয়ার সাথে রানীগঞ্জের সাতগ্রাম এরিয়ার বেশ কিছু বেসরকারি নিরাপত্তারক্ষী রয়েছে প্রায় ৮৪ জনের সংখ্যায় এই নিরাপত্তারক্ষীদের ২৫ জনকে কাজে বহাল করা হলেও বাকিদের কাজে বহাল না করাই সোমবার তারা রানীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়ার দ্বারস্থ হন, তারা দাবি করেন তাদের সকল নিরাপত্তারক্ষীদের যেন কাজে পুনরায় ব্যবহার করা হয় এ বিষয়ে প্রেক্ষিতে বিনোদ নুনিয়া দাবি করেন যদি কাজে নিয়োগ করতে হয় তাহলে সকলকে কাজে নিয়োগ করতে হবে নয়তো সমস্ত কোলিয়ারি আমরা বন্ধ করে আন্দোলনে নামবো । যদিও এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!