১০ দফা দাবি নিয়ে রানীগঞ্জ আমড়াসোতা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ

 

BAPPA BANERJEE রানীগঞ্জ: সোমবার ১০দফা দাবি সম্বলিত এক দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে আমড়াসোতা পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হলো সিপিএমের বাঁশড়া কোলিয়ারি ও বাঁশড়া গ্রাম শাখার নেতাকর্মীরা। এদিন তাদের দাবি গুলির মধ্যে অন্যতম হলো ১০০দিনের কাজ কে ২০০ দিনে পরিণত করা ও ৬০০ টাকা মজুরি প্রদানের দাবি। রেশন কার্ডের সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি ও পূর্বে যে রূপ রেশন সামগ্রী প্রদান করা হতো সেইরূপ রেশন সামগ্রী প্রদানের দাবি। এলাকার ভাঙাচোরা রাস্তা সংস্কারের দাবি নালী নর্দমা সাফ সাফাই ও পরিচ্ছন্ন করার দাবি সহ একাধিক দাবিতে সোচ্চার হন তারা। এদিন তারা পঞ্চায়েত কার্যালয়ের বাইরে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখিয়ে পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি করে জানিয়ে দেন অবিলম্বে তাদের ১০ দফা দাবি পূরণ না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে বিশেষভাবে নেতৃত্ব দিতে দেখা যায় সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা সুপ্রিয় রায়, দিব্যেন্দু মুখার্জী, মধুসূদন চক্রবর্তী দশরথ কোড়া, সঞ্জয় হেমব্রম, মঙ্গল হেমব্রম প্রমূখ কে। এদিনের এই দাবি দেওয়া প্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান নিনেশ বাউরি জানান তারা দাবিগুলি সম্পর্কে খতিয়ে দেখে তা সংশ্লিষ্ট দপ্তর এ পাঠিয়ে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!