মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও পি এফ এর সুদের হার কমিয়ে দেওয়ার দাবি কে সামনে রেখে বিক্ষোভ TMC

BAPPA BANERJEE RANIGANJ: 5 ও 6 জুন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও পি এফ এর সুদের হার কমিয়ে দেওয়ার দাবি কে সামনে রেখে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সেই বিষয়টি মাথায় রেখেই এবার রানীগঞ্জ অঞ্চলের নিমচা কোলিয়ারি তে পাঁচটি বুথের সমস্ত সদস্যদের নিয়ে বিক্ষোভ মিছিলে শামিল হল তৃণমূলের নেতাকর্মীরা।

এদিন তারা দাবি করে কেন্দ্রের মোদি সরকার 100 দিনের যে কাজ রয়েছে সেই কাজের বকেয়া প্রদান করছে না, আর তার সাথেই পিএফ এর সুদ কমিয়ে দিয়ে মধ্যবিত্তকে আরো বেশি দুর্ভোগের ফেলছে মোদি সরকার। একই সাথে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও পেট্রোপণ্য ও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হন তারা। এদিন নিমচা কোলিয়ারির ঠান্ডা খনি আবাসন থেকে তিন নম্বর এলাকা পর্যন্ত তারা একটি বিক্ষোভ মিছিল করে প্রতিবাদে সোচ্চার হন। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক তথা স্থানীয় কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সভাপতি অর্জুন সিং, শ্রমিকনেতা শিবু যাদব, পঞ্চায়েত সদস্য মনোজ যাদব, বিকাশ সিংহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!