BAPPA BANERJEE ASANSOL : মোদী সরকারে ৮বছর উপলক্ষে সাংগঠনিক সভা তে সাংসদ লকেট চ্যাটার্জী এসে জানান গত শুক্রবার হুগলির কামারকুন্ড রেল ব্রিজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনাকে নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় জানান কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে এই রেল ব্রিজ তৈরি করেছে। মুখ্যমন্ত্রী কেন নিজে একা সেটা কাউকে না জানিয়ে উদ্বোধন করেদিলেন। আসানসোলে দলীয় কর্মসুচীতে অংশ নিতে গিয়ে লকেট জানান আগামী দিনে আবার এই রেল সেতুর উদ্বোধন করা হবে। সেই সময় আমি এবং শুভেন্দু অধিকারী দুজনেই যাব। মুখ্যমন্ত্রী ফেডারেল স্ট্রাকচার জানেন না এবং তা মেনেও কাজ করেন না বলে লকেটের দাবি। রাজ্য টাকে নিজের পৈত্রিক সম্পত্তি ভাবেন তিনি যা খুশি তাই করেন এটা হতে পারে না। তিনি বলেন আমদের লক্ষ্য পঞ্চায়েত ভোট নয় আগামী 2024 এর লোক সভা নির্বাচন আর সেই ভোট রাজ্য থেকে ২৫ টি আসন পাবে বিজেপি।
কামারকুন্ড তে আবার এই রেল সেতুর উদ্বোধন করা হবে ২০২৪ এ ২৫ টি আসন পাবে বিজেপি LOKET
