মথুরা চন্ডী পীঠস্থানে ৪৪ লক্ষ টাকা ব্যয় করে কমিউনিটি হলে শিলা ফলকের আবরণ উন্মোচন করলেন সভাধিপতি

BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের ঐতিহ্যবাহী নারায়ন কুড়ি মা মথুরা চন্ডী পীঠস্থান সংলগ্ন ও রানীগঞ্জের ঐতিহাসিক স্থল ভারতের প্রথম কয়লা খনি উপত্যকা, প্রিন্স দ্বারকানাথ টেগর এর স্মৃতি বিজড়িত দামোদর নদ সংলগ্ন জলপথ দ্বারা কয়লা পরিবহনের জেটি ঘাট, লাগোয়া এলাকায় এবার গ্রামীণদের ও এলাকার সাধারণ মানুষের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের লক্ষ্যে জেলা পরিষদের আর্থিক সহায়তায় প্রায় 44 লক্ষ টাকা ব্যয় করে গড়ে তোলা হলো এক সুবিশাল কমিউনিটি হল। সোমবার রাত্রে যার উদ্বোধন পর্ব সারলেন পশ্চিম বর্ধমানের জেলা সভাধিপতি সুভদ্রা বাউরী, তিনি ওই কমিউনিটি হলে শিলা ফলকের আবরণ উন্মোচন করে, কমিউনিটি হলের ফিতে কেটে উদ্বোধন পর্ব সারলেন। এদিনের এই কর্মসূচিতে হাজির পশ্চিম বর্ধমানের প্রাক্তন জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরী এই কমিউনিটি হল এর প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা প্রসঙ্গে নিজের মত তুলে ধরেন আগত জন এদের সামনে। জানা গেছে প্রায় 700 জন মানুষের সিটিং ক্যাপাসিটি যুক্ত এই কমিউনিটি হলে রান্নাবান্নার ব্যবস্থার সাথে শৌচালয় সহ নানান সুবিধা রয়েছে যা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন এলাকার মানুষজন। এদিনের এই অনুষ্ঠান কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা গেছে এগারা পঞ্চায়েতের প্রধান রিনা দাস, উপপ্রধান রানু বাউরি , নারায়ণ কুড়ি মথুরা চন্ডী পীঠস্থান এর সভাপতি ভূতনাথ মন্ডল, সম্পাদক গৌতম চৌধুরী, অরবিন্দ সিংহানিয়া প্রমূখ কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!