BAPPA BANERJEE আসানসোল :শিশু শ্রমিক আটকাতে চারটি জেলার আধিকারিক ও স্চ্ছোসেবী সংস্থাদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল আসানসোল রবীন্দ্র ভবনে।পুর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের, ও পুরুলিয়া জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের এই শিবিরে।এদিনের শিবিরে জয়েন্ট লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত বলেন, চাইল্ড লেবার সমস্যাকে শেষ করার লক্ষে এই সচেতনতা শিবির করা হচ্ছে।যাতে চাইল্ড লেবার ফ্রি ওয়াল্ড করতে বিভিন্ন জেলায় এই অনুষ্ঠান করা হচ্ছে ।
মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ছোট ছোট আকারে অনুষ্ঠান করা হচ্ছে বলেও জানান তিনি ।
শিশু শ্রমিক আটকাতে চারটি জেলার আধিকারিক ও স্চ্ছোসেবী সংস্থাদের নিয়ে সচেতনতা শিবির
