BAPPA BANERJEE কুলটি :মোদি সরকারের ৮ বছরের সুশাসন কে সামনে রেখে আসানসোল কুলটি বিধানসভা অন্তগত বিজেপি সংখ্যালঘু পক্ষ থেকে বরাকর স্টেশন থেকে বেলুনিয়া মোড় পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়।
আমাদের শ্লোগান হল আঠ সাল মোদি বেমিসাল ,মোদি বেমিসাল এবং আট বছর পার সফল মোদি সরকার। এই স্লোগানকে
সামনে রেখে দেশ জুড়ে কেন্দ্র সরকারের উন্নয়ন মূলক কাজ কে সামনে রেখে প্রচার চলছে।কোন দুর্নীতি নেই কোন অভিযোগ নেই সফল একটা শাসন কাল।এই শাসন কালে বিশেষ করে সংখ্যালঘুদের জন্য যে উন্নয়ন মূলক কাজ করেছে তাকে সামনে রেখে এবং মানুষের কাছে তা পৌঁছে দিতে এই মিছিলের আয়োজন।বঙ্গে শাসক দল যেভাবে সন্ত্রাস লুট করে যাচ্ছে এবং আমাদের কর্মীদের খুন ও ভয় দেখানো হচ্ছে তাতেও এই বিশাল মিছিল আয়োজন করতে পেরেছি। আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি এবং করবো। শাসকদলের চোখ-রাঙানিকে বিন্দুমাত্র ভয় খায় না।এই মিছিলের শেষে পথসভার আয়োজন করা হয়।এই মিছিলে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিতাভ গড়াই,জেলা সভাপতি দিলীপ দে ও বিজেপি কর্মীবৃন্দ।