কাজল মিত্র :- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনাররেটের অন্তর্ভূক্ত ২৫ টি থানা এবং ফাঁড়ির ওসি সহ এএআই দের রদবদল করা হল।যার মধ্যে রয়েছে বারাবনি , চিত্তরঞ্জন , নিয়ামতপুর আসানসোল যার মধ্যে অনেক ইনচার্জকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অনেকে পদোন্নতি পেয়েছেন।
রূপনারায়নপুর ফাঁড়ির ইনচার্জ রাহুলদেব মন্ডলকে আসানসোল ডিডি তে পাঠানো হল সেই জায়গায় চিত্তরঞ্জন থেকে এস আই মনজিত ধারা কে রূপনারায়নপুর আইসি করাহয়েছে আবার বারাবনি থানার ওসি অরিন্দম মন্ডলকে দুর্গাপুর এনটিএস থানার ওসি করা হয়েছে সেই যায়গায় ডিডি থেকে মনোরঞ্জন মণ্ডলকে সরিয়ে বারাবনি থানার ওসি করা হয়েছে।
অজয় বাগকে কোকওভেন থানা থেকে সরিয়ে সাকতোরিয়া থানার ইনচার্জ করা হয়েছে।
সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির ইনচার্জদের রদবদল
