BAPPA BANERJEE আসানসোল :মঙ্গলবার সন্ধ্যা ছয়টা বেজে ৩ মিনিট নাগাদ আসানসোল রেল স্টেশনের কাছে জংশন কেবিনের এই ঘটনাটি ঘটেছে। দেড় ঘন্টা ট্রেন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। দু’ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
হাওড়া নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসও দাড়িয়ে থাকে। এবং আসানসোল গোমো প্যাসেঞ্জার কে বাতিল করা হয়েছে। রেলের বলা হয়েছে ঠিক কি কারণে এই ঘটনাটা জানতে তদন্ত করে দেখা হচ্ছে দু-তিন দিনের মধ্যে এসে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ট্রেনের একটি কামরায় দুটি চাকা লাইনচ্যুত হল কোন যাত্রীর কিছু হয়নি। কিন্তু এ ধরনের ঘটনা কিভাবে ঘটলো তা জানতে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আধিকারিকরা।ট্রেনটি ১৫ মিনিট দেরিতে ছেড়েছিল বলে জানা গেছে।
আসানসোল পুরুলিয়া ভায়া বোকারো MEMU প্যাসেঞ্জার ট্রেন লাইনচ্যুত
