BAPPA BANERJEE আসানসোল :পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আসানসোল দক্ষিণ থানার কুমারপুর এলাকায় রাজু সাউ নামে ওই ব্যক্তি গোপাল পুরের বাসিন্দা ছিলেন। কুমারপুর এলাকায় তার একটি ছোট চায়ের দোকান ছিল। আজ সকালে পায়ে হেঁটে চায়ের দোকান খুলতে যাওয়ার সময় একটি স্করপিও গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। অন্যদিকে এই ঘটনা জানাজানি হতেই গোপালপুর কুমারপুর বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়ে। তারা অবরোধ করে। দীর্ঘক্ষন ধরে চলতে থাকে অবরোধ। বাসিন্দাদের দাবি রাজু সাউয়ের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, এলাকায় ট্রাফিক ব্যবস্থা উন্নত করা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বাসিন্দারা।
পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আসানসোলে ASANSOL EXPRESS NEWS
