কল্যাণ মণ্ডল পাণ্ডবেশ্বর:- গতমাসে ইসিএলের ডাম্পার দুর্ঘটনায় মৃত্যু হয় দুই ঠিকা শ্রমিকের । মর্মান্তিক এই দুর্ঘটনায় সেই মুহূর্তে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর । ডাম্পার দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ঝন্টু গড়ায় নামে এক ঠিকা শ্রমিকের। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি আরেকজন দিন কয়েক আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করে । পাণ্ডবেশ্বর এর বিধায়ক মৃতের পরিবার গুলিকে আশ্বাস দিয়েছিলেন যে কিছু বিধায়ক তহবিল থেকে তাদের পরিবারকে কিছু আর্থিক সাহায্য এবং বেসরকারি সংস্থায় নিরাপত্তার কাজে নিযুক্ত করা হবে।
কথা মতো কাজ বৃহস্পতিবার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাহায্যের হাত বাড়িয়ে মৃতের পরিবার গুলির সাথে দেখা করলেন । তাদের হাতে তুলে দেওয়া হল দু লক্ষ টাকা করে সাহায্য এবং তিনি আশ্বাস দিলেন শীঘ্রই তাদের পরিবারের একজন কে কোন বেসরকারি সংস্থায় নিরাপত্তার কাজে যুক্ত করবেন। এদিনের এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট কোলিয়ারির শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি ।