BAPPA BANERJEE জামুড়িয়া :অবশেষে জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ি এলাকার চাঁদা মোড় এলাকায় মাংসের দোকানে গুলি করে হত্যা করা খনি কর্মী মদন বাউরীর হত্যাকারীদের ধরতে তৎপর পুলিশ। বুধবারই পুলিশ বিশেষ তথ্যের ভিত্তিতে রানীগঞ্জ এলাকার রতি বাটি 40 নম্বর ধাওরা এলাকা থেকে বছর 51 উমেশ ভূঁইয়া ও ঝাড়খন্ডের ধানবাদের ভুলি এলাকা থেকে বছর বাইশের সাফ সুটার সাগর ভূঁইয়াকে হত্যার ঘটনায় গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের আসানসোল জেলা আদালতে তোলে পুলিশ। সেখানে বিচারকের কাছে জামুরিয়া থানার পুলিশ 14 দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানালে বিচারক ওই ব্যক্তিদের ব্যক্তিদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার সঙ্গে সুদের কারবার এর কোন যোগাযোগ রয়েছে কিনা তা আগামীতে পুলিশি জেরায় উঠে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
জামুড়িয়া চাঁদার খুনের দুই জন গ্রেফতার ১০ দিনের পুলিশ হেফাজত ASANSOL EXPRESS NEWS
